কবুতরের জন্য কিছু জরুরী ঔষধ

জেনে রাখুন জরুরী কিছু মেডিসিনের নামঃ
যার কারনে বাঁচতে পারে আপনার প্রিয়
কবুতর
***কবুতর প্রেমি ভাই ও বোন বন্ধুগণ আপনি আমি আমরা সকলে বেশি বেশি শেয়ার/পোষ্ট করি যাতে করে আপনার আমার ও অন্য ভাইদের সখের পোষাপ্রাণীটির জীবন বাচাতে সহযোগিতা করতে পারি।

ভিটামিনসমূহ :
1. Allvit MA, Germany / মাল্টি ভিটামিন
2. Maxi Grow-P / মাল্টি ভিটামিন 3. Maxifort /
মাল্টি ভিটামিন
4. Megavit / মাল্টি ভিটামিন
5. Rena-WS / মাল্টি ভিটামিন
6. Rhodivit WS / মাল্টি ভিটামিন
7. APSA B-Complex, Spain /
ভিটামিন বি-কমপ্লেক্স
8. Rena B+C/ ভিটামিন বি-কমপ্লেক্স
9. B-Complex / ভিটামিন বি-কমপ্লেক্স
10. Revital-7 / ভিটামিন বি-কমপ্লেক্স
11. Hicom-B, Holland / ভিটামিন
b1,b2,b6
12. Thiavin / ভিটামিন বি১, বি২ টাল রোগের জন্য
13. AD3E / ভিটামিন এ,ডি৩, ও ই
(শারীরিক সক্ষমতা/ উর্বরতাবাড়াবে)
14. Cod Liver Oil / ভিটামিন এ, ডি ও ই
15. Calplex / ক্যালসিয়াম
16. Caltat tab / ক্যালসিয়াম
17. Vitamin C / ভিটামিন সি
18. E-Sel / ভিটামিন ই
19. KEVIST DS / Vitamin K3 premix
20. Rena K / ভিটামিন কে
21. Zis-Vet / জিংক(ডিমের উৎপাদন বৃদ্ধি,
খোসা শক্ত হওয়া, দৈহিক বৃদ্ধি, পালক
গজানো, পালকের উজ্জ্বলতা বৃদ্ধি করা,
দেহের হাড় শক্ত করা)
22. Riboson / পক্স ও অন্যান্য ক্ষত
নিরাময়ে ব্যবহৃত
23. Thiovit / Thiaflavin plus টাল রোগের জন্য
24. Berin / শারীরিক সক্ষমতা/ উর্বরতা
বাড়াবে
25. Availa Z-M / Grit Premix
26. Pigeon Minerals / Grit Premix
27. Grit / বিভিন্ন কোয়ালিটির
28. Pigeon Mixed Food / বিভিন্ন
কোয়ালিটির
29. Emolight/রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
কারক। শীতের বারতি যত্নে।
ঔষধসমূহ :
1. AMPI coli (the powerful combination
of 2 Antibiotics)
2. 4 IN 1 Mix / এন্টিবায়োটিক
3. Bactitab / (অতিরিক্ত ঠান্ডা, মুখ দিয়ে
লালা পড়া ও চুনা পায়খানা নিরাময়ে)
4. Chemonid / এন্টিবায়োটিক
5. Cipryl-solution / এন্টিবায়োটিক
6. Cosumix Plus / এন্টিবায়োটিক
7. Doxacil-Vet/ এন্টিবায়োটিক 8. Doxy-Oxy /
এন্টিবায়োটিক
9. Enrocin / এন্টিবায়োটিক
10. Esb3 30% / এন্টিবায়োটিক
11. Moxacil / এন্টিবায়োটিক
12. New-Floxin Liq / এন্টিবায়োটিক
13. Respiron / ঠান্ডা ও শ্বাসযন্ত্রের
প্রতিশোধক
14. Eye Drops (Civodex Vet) / চোখের জীবানুনাশক
স্যালাইন :
1. Electromin / স্যালাইন
2. Glucolyte / স্যালাইন লিভারটনিক :
3. All eNzyme / হজম শক্তি বাড়াবে এবং
খাবারে রুচি আনবে
প্রোবায়োটিক : 1. Guardizen-M /
প্রোবায়োটিক
2. Lisovit / রোগ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত
3. Apple Cider Vinegar / রোগ প্রতিরোধক
হিসাবে ব্যবহৃত
হামদর্দ :
1. Fevnil / হামদর্দ, জ্বর ও সালমোনেলা
প্রতিরোধে ব্যবহৃত
2. Icturn / হামদর্দ, লিভার টনিক হিসাবে
ব্যবহৃত
3. Marbelus / হামদর্দ, পাতলা পায়খানা ও
সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
4. Safi / হামদর্দ, মাল্টিভিটামিন ও
সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
5. Disney / হামদর্দ, পাতলা পায়খানা
প্রতিরোধে ব্যবহৃত
কৃমির ঔষুধ :
1. Avinex / কৃমির ঔষুধ
2. Wormazole / কৃমির ঔষুধ
৩. আইভারমেক ড্রফ/ যা কবুতরের শরিরে উকুন এবং কৃমির জন্য ভালো কার্যকরি ঔষধ যা কবুতরের মাথা ও পাছার উপরি ভাগের চামড়ায় ১/২ ফোটা করে, দিতে হয়।
ধন্যবাদ সবাই কে...
তবে কথা একটাই...
নিজে ভালো থাকুন,,কবুতর গুলো কেউ সুখে রাখুন?

Comments

Post a Comment